কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্স ৬ মাস (সিওএসি)
আইটি প্রশিক্ষণে উদ্বুদ্ধ করি, বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তা তৈরী করি।

ভর্তির শর্তাবলী নিম্নরুপঃ-
-
- আবেদন করুন বাটনে ক্লিক করে আবেদন ফরম পূরন করুন
- আপনার এস এস সি অথবা জেএসসি সনদপত্র অনুযায়ী পিতা মাতা ও নিজের নাম এন্ট্রি করুন।
- আবেদনপত্র সাবমিট করার পূর্বে নিজের নাম পিতা মাতার নাম ও জন্ম তারিখ ভালভাবে যাচাই করে নিন।
- আবেদনপত্র সাবমিট সম্পন্ন হইলে যদি কোন ভুল তথ্য লিপিবদ্ধ পরিলক্ষিত হয়ে তাকে তাহলে প্রতিষ্ঠানের দায়িত্বে থাকান “অফিস সহকারি, কাম হিসাব সহকারিকে জানান।
- আবেদনপত্র সঠিকভাবে সাবমিট করার পর অবশ্যই কোর্স ফি পরিশোধ করতে হবে।
- মনে রাখবেন আবেদন সম্পন্ন করার তিন দিনের মধ্যে কোর্স ফি পরিশোধন না করা হইলে আবেদনপত্রটি বাতিল বলে গন্য হইবে।
- উক্ত কোর্সের ফিস ৫০০০/- টাকা (পাঁচ হাজার টাকা)
- কোর্স ফি প্রশিক্ষনার্থী ইচ্ছা করলে তিনটি ধাপে পরিশোধ করতে পারবে। ভর্তির সময় ২০০০/- ২য় কিস্তি- ১৫০০, ৩য় কিস্তি- ১৫০০/- টাকা।
- রেজিষ্ট্রেশন ফি বাবদ ৪০০/– চারশত টাকা পরিক্ষায় ৭ দিন আগে প্রশিক্ষনার্থীকে প্রদান করতে হবে।
- প্রশিক্ষনার্থী যদি স্মার্ট আইডি কার্ড গ্রহণ করতে ইচ্ছুক তাকে তাহলে ১৫০/- টাকা প্রতিষ্ঠানকে খরচ প্রদান করতে হবে।
- ভর্তি হওয়ার পর ভর্তি বাতিল করতে চাইলে অবশই ৩ দিনের মধ্যে অফিস সহকারি, হিসাব সহকারির সাথে যোগাযোগ করতে হবে এই সময়ের পর আর পরিশোধকৃত টাকা ফেরত পাওয়া বা ভর্তি বাতিল করা যাবে না।
- ভর্তি হওয়ার পর কোন কারণে শিক্ষার্থী ক্লাস করতে না পারলে পরবর্তী সময়ের সেসনে ক্লাস করার সুযোগ থাকবে। উল্লেখ্য যে টাকা পরিশোধ করবে তাহা পরবর্তী কোর্স ফির সাথে যোগ করা হবে।
- কোর্স ফিস/কিস্তির ফিস ৩০ দিন পর পর পরিশোধ করতে হবে।

- বিঃ দ্রঃ- গরীব অস্বচ্ছল প্রতিবন্ধী ও ৭১ এর বীরমুক্তিযোদ্ধার সন্তানের জন্য ২০% ছাড় দেওয়া হয়।
বিকাশে পেমেন্ট পদ্ধতি নিম্নরুপ (এছাড়া আর কোন নাম্বার নাই)
পেমেন্ট নাম্বার: 0170 180 7720
